৩৫ বছর চাকরি জীবনের শেষ কর্মদিবস আজ।
নিউজ মিডিয়া ডেস্কঃ
৩৫ বছর চাকরি জীবনের শেষ কর্মদিবস আজ। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম আজ থেকে ৩৫ বছর আগে গ্রামীণ সভ্যতার উন্নয়নে ঘরে ঘরে আলো জ্বালানোর মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো যে দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের একজন শক্তিমান সূর্য সৈনিক হিসাবে যোগদান করেন।
মো. জাহাঙ্গীর আলম ১৯৮৬ সালে এজিএম( সদস্য সেবা) হিসেবে যোগদান করেছিলেন। তিনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, ময়মনসিংহ সমিতি-২, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এবং সর্বশেষ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে আজ তার শেষ কর্মদিবস। প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কর্মদক্ষতায় যোগ্য নেতৃত্বের ও সত্য নিষ্ঠা পদক্ষেপে বিভিন্ন সমিতির ন্যায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ আজ একটি লাভজনক মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ একটি দৃষ্টি নান্দনিক ক্যাম্পাস। অন্যান্য জেনারেল ম্যানেজার দের ধারাবাহিকতায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ আজ শতভাগ বিদ্যুতায়িত একটি প্রতিষ্ঠান।