হোমনায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. নজরুল ইসলাম পুনরায় নির্বাচিত।
মো.কামাল হোসেনঃ
আজ রবিবার অনুষ্ঠিত হোমনা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম পূণরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৪শ’ ৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি প্রার্থী হাজী আবদুল লতিফ পেয়েছেন ৩ হাজার ২শ’ ৮৮ ভোট। অপর মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের মুফতি আবদুল হাকিম পেয়েছেন ৮শ’৫৭ ভোট। বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে মোঃ বিল্লা হেসেন, ২নং ওয়ার্ডে মো. আবুল হোসেন, ৩নং ওয়ার্ডে মো. সফিকুল ইসলাম সবু, ৪ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ডে মো. শাহনুর আহমেদ সুমন, ৬নং ওয়ার্ডে আবদুল মোন্নাফ, ৭নং ওয়ার্ডে কামাল হোসেন, ৮নং ওয়ার্ডে মো. আবদুল কাদির, ৯নং ওয়ার্ডে আবদুস সোবহান এবং সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন- ১,২,৩ নং ওয়ার্ডে সুকিয়া বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে শিল্পী আক্তার, ৭,৮,৯নং ওয়ার্ডে ফাতেমা বেগম।