মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত।
শামীম আহম্মেদ, মুরাদনগর
‘মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও আন্তর্জাতিক অভিবাসী দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাক (মাইগ্রেশন প্রোগ্রাম) ব্যবস্থাপকের সহযোগিতায় শুক্রবার সকালে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অভিবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান ও ব্রাকের জামিল সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী আব্দুল জলিল।