তিতাসে সুশীল সমাজ সংগঠন’র উদ্যোগে জিয়ারকান্দি-গোপালপুর সড়কে বৃক্ষরোপণ।
তিতাস প্রতিনিধিঃ
আজ সোমবার তিতাসে উপজেলায় ‘সুশীল সমাজ সংগঠন’-এর উদ্যোগে, জিয়ারকান্দি-গোপালপুর সড়কে বৃক্ষরোপণ করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ রুহুল আমিন সরকারের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন, ‘নিরাপদ চিকিৎসা চাই’, কুমিল্লা জেলার আহ্বায়ক কবি, কলামিস্ট ও সংগঠক মো.আলী আশরাফ খান, নিচিচা কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও দলিল লেখক মোঃ এখলাছুর রহমান মুন্সী, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম রাসেল, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের সভাপতি ও তরুণ সমাজকর্মী মোঃ সজীব সরকার বাবু, অন্যতম সদস্য মোঃ মামুন, সুশীল সমাজ সংগঠনের উপদেষ্টা মোঃ জাকির হোসেন মোল্লা, সংগঠনের প্রচার সম্পাদক মোঃ বাইজিদ মাতব্বর, সহ-প্রচার সম্পাদক মোঃ তারিফুল ইসলাম নয়ন, সদস্য আরিফ সরকার, মোঃ শাকিল, মোঃ একরামুল হোসেন, মোঃ হাসান সরকার, মোঃ এনামুল হক, মোঃ হাসিব, মোঃ দিনা, মোঃ কাইয়ুম, মোঃ সফিউদ্দিন, মোঃ ফায়েজ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সুশীল সমাজ সংগঠনটি একটি সমাজ উন্নয়নমূলক সংগঠন। এই সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় সমাজের উন্নয়নের লক্ষ্যে নানামুখী কাজ করে যাচ্ছে।