ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।
মো.জাকির হোসেনঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছত্রখীল ফঁাড়ি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে মাঝিগাছা এলাকা থেকে রিপন হাওলাদার (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ কেজি ৭’শ গ্রামের সমপরিমান গঁাজা।
পুলিশ সুত্রে জানা যায়, জেলার কোতয়ালী থানাধীন আদর্শ সদর উপজেলার ছত্রখীল ফঁাড়ির এসআই শরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল বুধবার দুপুর আনুমানিক ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাঝিগাছা এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে অভিযান চালায়। এসময় গাড়ির জন্য অপেক্ষমান রিপন হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার কাছ থেকে ৭ কেজি ৭’শ গ্রাম গঁাজা উদ্ধার করে। এব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক রিপন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের আবুল কালাম হাওলাদারের পুত্র।