চৌদ্দগ্রামে এলজিইডি কর্তৃক গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন।
আবদুল জলিল রিপনঃ
“মজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্থানীয় সরকার (এলজিইডি) কর্তৃক আয়োজিত গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বান্নি বাজার রাস্তামাথা থেকে মদিনা বাজার পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তার সংষ্কার কাজের উদ্বোধন করেন কুমিল্লা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) খন্দকার আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, প্রকৌশলী সুমন তালুকদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, উপজেলা আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ প্রমুখ।