করোনা সংক্রমণরোধে মানুষকে মাস্ক পরিয়ে দিলেন লাকসাম পৌর মেয়র।
ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসামে মহামারি করোনা সংক্রমণ থেকে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের সুরক্ষিত রাখতে মাস্ক পরিয়ে দেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের। বুধবার (২৫ নভেম্বর) পৌর সদরের দৌলতগঞ্জ বাজারে মানবিক সংগঠন ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’ এর উদ্যোগে সহস্রাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণকালে এমন দৃশ্য দেখা যায়। এসময় মেয়র সকলকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
মাস্ক বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, সহ-সভাপতি সাকিব মাহমুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, নারী, শিশু ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, পরিবেশ ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রাজু, দপ্তর সম্পাদক রকিবুল হাসান শান্ত, মিডিয়া এডভাইজার জহিরুল কাইয়ুম ফিরোজ, কর্মসূচি বিষয়ক সম্পাদক মোহাসিন, সদস্য মাইনুল ইসলাম রাসেল, স্বাধীন আলম, জোবায়ের আহমেদ, শাহাদাত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ভিক্টোরি অব হিউম্যানিটি জনকল্যাণমুলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।